শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দেশকে মর্যাদার আসনে নিয়ে গেছি : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন মাদকের ভয়াবহতায় আক্রান্ত। খেলাধুলা ও সাংস্কৃতিক সৃজনশীলতার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, বাঙালি জাতি পারে না এমন কিছু নেই। আমরা বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছি। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের মডেল। আমরা বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে গেছি। আমরা লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক উৎকর্ষতার মাধ্যমে বিকশিত করতে চাই। শেখ হাসিনার সরকার এ জন্য সবই করবে। গতকাল বিকালে কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও বিলকিছ বেগম, সহকারী জেলা শিক্ষা অফিসার লিটন দাস। পরে বিকেলে মন্ত্রী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করেন। এ ছাড়া উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজিত স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে ৩৫১ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবার জন্য ১৭ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। পরে মন্ত্রী কসবার কল্যাণ সাগর দীঘির উত্তর পাড়ে চারতলা বিশিষ্ট রেস্ট হাউসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এম এস সি, প্যানেল চেয়ারম্যান মো. আবুল হোসেন আজাদ, আসাদুজ্জামান চৌধুরী ও সোনিয়া আক্তার সূচি, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহানুর, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর