রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শেষ মুহূর্তে ট্রাম্প সহকারীর ঢাকা সফর স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক

শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিসের ঢাকা সফর। দুই দিনের সফরে আজ তার ঢাকায় আসার কথা ছিল। ওয়াশিংটনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সফর স্থগিত করার কথা আনুষ্ঠানিকভাবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

সূত্রের খবর, গত এপ্রিলে নিয়োগ পাওয়ার পর থেকে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ লিসা কার্টিস মার্কিন প্রেসিডেন্টকে এই অঞ্চল সম্পর্কে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন বলে ধারণা করা হয়। মূলত পররাষ্ট্রনীতি, গোয়েন্দা কর্মকাণ্ড ও জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়া হয়ে থাকে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল লিসা কার্টিসের। এ ছাড়া প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা ছিল। এ ছাড়া পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর