রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের আতঙ্ক

নীলফামারী প্রতিনিধি

সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের আতঙ্ক

সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের জন্য আতঙ্ক উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে আওয়ামী লীগ গদি ছাড়া হবে, এটা সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীরা এমনকি দলের সর্বনিম্ন স্তরের কর্মী পর্যন্ত জানেন।

গতকাল দুপুরে নীলফামারী শহরের বড়বাজারের ট্রাফিক মোড়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, আওয়ামী লীগের নেতারা রাতে যখন ঘুমান তখন তারা স্বপ্ন দেখেন যে বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তাই তারা বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ধরনের কথা বলেন। তিনি বলেন, বিএনপি আজ এত জনপ্রিয় দল হওয়ার কৃতিত্ব শুধু বিএনপির একা নয়, এতে আওয়ামী লীগের অংশীদারিত্ব রয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন বিএনপিকে দেশের মানুষের কাছে এত জনপ্রিয় করে তুলেছে এবং দেশের মানুষ পরবর্তী সরকার হিসেবে বিএনপিকে বেছে নিতে আগ্রহী। তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষুম নির্বাচন দিলে বিএনপি সে নির্বাচনে অংশ নেবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাবে। নির্বাচন ও আন্দোলন দুটোর জন্যই বিএনপি প্রস্তুত আছে। বিএনপি নীলফামারী পৌর শাখার সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুকসহ বিএনপির সব অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর