সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়

—আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর

একজনকে নিয়ে বিচার বিভাগ গঠিত নয়

আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘একজনের অনেক বক্তব্যে মনে হচ্ছে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে। আমি আশ্বস্ত করতে চাই, কোনো যুদ্ধ চলছে না’

মন্ত্রী গতকাল দুপুরে যশোর আইনজীবী সমিতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ একজনকে নিয়ে গঠিত নয়। বিচার বিভাগ অনেককে নিয়ে গঠিত। আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বিচার বিভাগের কল্যাণের জন্য মাননীয় প্রধান বিচারপতি কথা বলতে পারেন। যেগুলো সমাধানযোগ্য, সেগুলো অবশ্যই সমাধান হবে।’  মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট ভবনে আগে যখন বিচারকদের বসার সমস্যা ছিল তখন অ্যানেক্স ভবন করে দেওয়া হয়েছে। এবার যে মুহূর্তে প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন এবং তিনিও একটা জায়গা দেখিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আমরা পরিকল্পনা নিয়েছি।’ আনিসুল হক বলেন, ‘সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে বিচারকদের শৃঙ্খলা বিধিমালা তৈরির চেষ্টা করা হবে। আদালত যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক কাজ চলছে’। জেলা আইনজীবী সমিতির সভাপতি শরিফ আবদুুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ  মোহাম্মদ জাফর, জেলা দায়রা জজ আমিনুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর