মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় শিপন (৩৫) নামে এক যুবক খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে তিন বছরের শিশু তানহাকে ধর্ষণ করেছে এবং এরপর শিশুটিকে হত্যা করে লাশ বাসার শৌচাগারে ফেলে দিয়েছে। পরে পুলিশ বাড্ডার আদর্শনগর এলাকা থেকে অপরাধী শিপনকে গ্রেফতার করেছে। সে ভোলার লালমোহন থানার ভাঙ্গাপুল এলাকার শামসুল হকের ছেলে। গত রবিবার ধর্ষণ ও হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে এবং এদিনই গভীর রাতে শিপনকে গ্রেফতার করা হয়। গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হয়। আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালত সূত্র জানায়, শিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই শওকত হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।  ঘটনার ব্যাপারে গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, শিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানহাকে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্বীকার করেছে। চকবাজার থানার একটি ডাকাতির মামলায় পাঁচ বছর জেল খেটেছিল শিপন। তানহাদের পাশের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে স্ত্রী নিয়ে থাকত শিপন। তার স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন। আবদুল বাতেন জানান, রবিবার বিকাল পাঁচটার দিকে শিপনের কক্ষের সামনে দিয়ে নিজেদের ঘরে ফিরছিল তানহা। এ সময় তাকে খাবারের লোভ দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে শিপন। চিৎকার করলে শ্বাসরোধ করে তানহাকে হত্যা করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে বাসার শৌচাগারের কমোডে শিশুটির লাশ ফেলে যায় শিপন। সন্ধ্যা ছয় টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তানহার মৃত্যু নিশ্চিত করেন। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে লাশটির ময়নাতদন্ত সম্পন্ন হয়। যুগ্ম কমিশনার জানান, বাড্ডার আদর্শনগরে টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকেন শিশুর বাবা-মা। বাড়ির প্রত্যেক পরিবারের জন্য একটি কমন বাথরুম রয়েছে।  আবদুল বাতেন আরও বলেন, শিপন হত্যার আলামত নষ্টের চেষ্টা করেছে। এ জন্য সে হত্যার পর তার ঘরের বিছানার রক্তাক্ত চাদর, নিজের পরনের গেঞ্জি ও লুঙ্গি বালতিতে ভিজিয়ে রাখে। ওই ঘটনার সংবাদ পেয়ে আসামিকে ধরতে কাজ শুরু করে ডিবি ও বাড্ডা থানা পুলিশ। পরে মধ্যরাতে শিপনকে আদর্শনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর