মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রামপালের কাজ চলবে

নিজস্ব প্রতিবেদক

রামপালের কাজ চলবে

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলতে থাকবে, একই সঙ্গে ইউনেসকোর শর্ত অনুযায়ী এই বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিয়ে একটি পরিবেশগত প্রভাব সমীক্ষাও চালানো হবে। আর এই সমীক্ষার জন্য দুই বছর সময়ের প্রয়োজন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল বিদ্যুৎ ভবনের মুক্তি হলে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পোল্যান্ডে অনুষ্ঠিত সুন্দরবন ও রামপাল বিষয়ে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের ৪১তম সভার সিদ্ধান্তের চূড়ান্ত প্রতিবেদন গত রবিবার প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রামপাল বিদ্যুৎ প্রকল্পের প্রভাব নিয়ে সুন্দরবন এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কৌশলগত পরিবেশগত প্রভাব সমীক্ষা করতে অনুরোধ করেছে ইউনেসকোর বিশ্ব ঐহিত্য কেন্দ্র। আর এই সমীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সেই অঞ্চলে কোনো বৃহদাকার শিল্প অবকাঠামো নির্মাণ না করতে অনুরোধ জানায় সংস্থাটি। এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রের কাজও বন্ধ রাখতে হবে বলে জানানো হয়। যদিও সেই সভার পর সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইউনেসকো সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে আপত্তির জায়গা থেকে সরে এসেছে। সে সময় এই বিদ্যুৎ কেন্দ্রবিরোধী কয়েকটি সংগঠন সরকারি সেই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্নও তোলে। আর ইউনেসকোর এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর গতকাল প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলন ডাকেন।  সংবাদ সম্মেলনে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ইউনেসকোর উদ্বেগ প্রশমন করেই রামপাল প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে। আর এক্ষেত্রে কোনো বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে আমরা সেটা নেব। ইউনেসকো যেমন পরিবেশ নিয়ে সচেতন, আমরাও সুন্দরবনের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবন হুমকির সম্মুখীন এমন ধারণা থেকে ইউনেসকো সরে এসেছে। সংস্থাটি বলেছে, রামপালের দ্বিতীয় প্রকল্প করা যাবে না, কিন্তু প্রথম প্রকল্প তারা বন্ধ করতে বলেনি। এমনকি সরকারের দ্বিতীয় প্রকল্প না করার সিদ্ধান্তকেও তারা স্বাগত জানিয়েছে। সমাজের উন্নয়নের জন্য বিতর্কের বহু কিছু আছে। রামপাল নিয়ে আর কোনো বিতর্ক নয়, দেশের উন্নয়নের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর