বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ওআইসি মহাসচিব ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক

ওআইসি মহাসচিব ঢাকায়

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জোট ওআইসির মহাসচিব ড. ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন চার দিনের সফরে গত রাতে ঢাকা এসেছেন। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। সফরসূচি অনুসারে, ওআইসি মহাসচিব আজ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন। রাতে পররাষ্ট্রমন্ত্রী ওআইসি মহাসচিবের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল মহাসচিব ড. ওথাইমিন কক্সবাজার সফর করবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের বসবাসস্থল কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন। কক্সবাজারের আশপাশে অস্থায়ী আশ্রয়ে থাকা রাখাইনের মুসলমানদের অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফর ওআইসি মহাসচিবের বাংলাদেশকে আরও ভালোভাবে জানা-বোঝার সুযোগ করে দেবে। বাংলাদেশ ওআইসিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং তা প্রতিনিয়ত বাড়ছে। মুসলিম উম্মাহ এবং ওআইসির বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃবৃন্দের যে ভাবনা এবং সুপারিশ তা মহাসচিবের সরাসরি জানার সুযোগ ঘটবে আসন্ন সফরে। আগামী বছর ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে ঢাকায়। সফরকালে বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠেয় ওই মেগা ইভেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়াদি নিয়েও কথা হবে। অন্যদিকে, কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে তিনি ওআইসির সহমর্মিতা এবং সংহতি প্রকাশ করবেন। কক্সবাজার সফরকালে স্থানীয় প্রশাসন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে মাঠ পর্যায়ের (গ্রাউন্ড রিয়েলিটি) বাস্তব পরিস্থিতি সম্পর্কেও জানার সুযোগ পাবেন মহাসচিব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর