বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পটুয়াখালীতে তিন খুন একই পরিবারে

জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা

পটুয়াখালী ও জামালপুর প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় একই পরিবারের তিনজনকে উপর্যুপরি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. দেলোয়ার মোল্লা (৫০), তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও পালিত মেয়ে কাজলী আক্তার (১৫)। জানা গেছে, ওই বসতঘরে আর কোনো ব্যক্তি না থাকায় রহস্যজনক খুনের বিষয়টি সারা দিনেও প্রকাশ পায়নি। আমখোলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ঘটনাস্থল থেকে গত রাতে জানান, দিনমজুর দেলোয়ার মোল্লার বসতঘরে স্বামী-স্ত্রী ও মেয়ের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে। সারা দিন ওই ঘরের লোকজনকে দেখতে না পেয়ে খোঁজ নিতে গিয়ে প্রতিবেশীরা ঘরের মধ্যে লাশ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন। তারা বসতঘরের খাটের ওপর দেলোয়ার ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান রাতে তিন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা : জামালপুরে দুই বোনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ি গ্রামের নিজ বাড়ির শোবার ঘর থেকে ভাবনা (১৫) ও রুবনা (১০) নামে দুই বোনের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভাবনা পুগলাই রহিমা কাজিম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও ছোট বোন রুবনা হাসিল মতিউর রহমান একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী। তাদের বাবা মো. শামীম মালয়েশিয়া প্রবাসী। প্রতিবেশীরা জানান, পারিবারিক প্রয়োজনে দুই মেয়েকে বাড়ি রেখে তাদের মা তাছলিমা বেগম মঙ্গলবার জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকায় বাবার বাড়ি গিয়েছিলেন। রাতে দুই বোন ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। গতকাল সকালে নিজ ঘরে দুই বোনের গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।

 লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে বিশ্লেষণ চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ খবর