শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রী অনুমতি দিলে পদত্যাগ করব

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী অনুমতি দিলে পদত্যাগ করব

দেশে এখন ক্ষমতার তুফান চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশে চলমান খুন, ধর্ষণ, দুর্নীতি ও অবিচারের নানা চিত্র তুলে ধরেন এরশাদ। দেশের এমন অবস্থায় মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির মন্ত্রীরা এবং তিনি নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূত থেকে পদত্যাগ করবেন কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী অনুমতি দিলে আমরা সময়মতো পদত্যাগ করব।’ বগুড়ায় বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তুফান আওয়ামী লীগের কেউ নয়। গঠনতান্ত্রিকভাবে এটি গ্রহণযোগ্য হলেও রাজনৈতিকভাবে খোলা চোখে মানুষ মনে করে, শ্রমিক লীগ আওয়ামী লীগের অংশ। এই তুফান সরকার কী করে শ্রমিক লীগের নেতা হন। তার ভাই মতিন সরকার কী করে যুবলীগের নেতা হন।’ জাপা চেয়ারম্যান বলেন, ‘কাদের আশ্রয়-প্রশ্রয়ে সারা দেশে এ ধরনের বিতর্কিতরা শেখ হাসিনার উন্নয়নকে ধূসর করে দেয়?’বিচারব্যবস্থা এখন নিস্তেজ হয়ে পড়েছে জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘সরকার যেন অসহায় হয়ে পড়েছে।’ সংবিধানের ষোড়শ সংশোধনীর বিষয়ে আপিল বিভাগের রায়ের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘আদালতের এ পর্যবেক্ষণের পর লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে দেশে কোনো সরকার নেই।’ চালের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘দেশের খাদ্য পরিস্থিতি এখন নাজুক। আমরা ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা শুনেছি। এখন ১০ টাকা দূরে থাক, সাধারণ মানুষকে ৫০ টাকায় চাল খেতে হচ্ছে।’ তিনি বলেন, ‘খাদ্য গুদামগুলো খালি হয়ে গেল। অথচ খাদ্য মন্ত্রণালয়ের কোনো হুঁশ ছিল না। এটা মার্জনা করা যায় না। এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।’ সাবেক সেনাপ্রধান বলেন, ‘প্রতিদিন নারী ধর্ষণের কথা পত্রিকায় আসছে। আমরা নারীর ক্ষমতায়নের কথা শুনি। নারী ধর্ষণ, নারী নির্যাতন, নারী হত্যার খবর দেখতে পাই। এটাই কি নারীর ক্ষমতায়নের চিত্র? নারী হত্যা, নারী ধর্ষণ, নারী নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা।’ খুন-গুম-সন্ত্রাস-চাঁদাবাজি-দখলদারিত্ব-ঘুষ-দুর্নীতি এখন সমাজ জীবনে নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে জানিয়ে এরশাদ বলেন, ‘ঢাকা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান চোখ হারাতে বসেছে, তার কী অপরাধ ছিল। সে গরিব পরিবারের সন্তান। আমি তার পরিবারের আর্তনাদ শুনছি।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশের এমন পরিস্থিতি ছিল না।’ দেশের এমন অবস্থায় জাতীয় পার্টি কি চায় সরকার পদত্যাগ করুক— জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘তা চাই না। এতে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে।’ এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা— জানতে চাইলে এরশাদ বলেন, ‘এখন পর্যন্ত এই কমিশনের পরীক্ষা হয়নি। ভবিষ্যতে বোঝা যাবে।’

সর্বশেষ খবর