শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মোদির চিঠি হৃদয় ছুঁয়ে গেছে

দীপক দেবনাথ, কলকাতা

মোদির চিঠি হৃদয় ছুঁয়ে গেছে

‘প্রণব দা আপনি সবসময় আমার কাছে পিতৃসম এবং মেন্টর ছিলেন। ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিদায় নেওয়ার শেষ দিনে প্রণব মুখার্জিকে এই চিঠি লিখেছিলেন আবেগমথিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মাসে অবসর নেওয়ার পর সদ্য সাবেক হয়ে যাওয়া প্রণব মুখার্জি গতকাল নিজের টুইটার পেজে সেই চিঠির বিষয়টি উল্লেখ করেছেন। রাজনৈতিক মতাদর্শগতভাবে দুজন দুই মেরুর হলেও এই চিঠির মাধ্যমেই দুজনের এই বন্ধন মুগ্ধ করেছে সবাইকে। টুইটে প্রণব জানান ‘রাষ্ট্রপতি হিসেবে অফিসে আমার শেষদিনে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি চিঠি পাই, যেটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। সেটা আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি’। চিঠিতে মোদি জানিয়েছিলেন তিন বছর আগে একজন বহিরাগত হিসেবে দিল্লিতে এসেছিলাম। পুরো কাজটাই আমার সামনে বিশাল এবং খুবই চ্যালেঞ্জিং ছিল। ওই সময়ে আপনি পিতৃতুল্য এবং মেন্টর হিসেবে সবসময় আমার পাশে ছিলেন। আপনার জ্ঞান, গাইডেন্স এবং ব্যক্তিগত উষ্ণতা সবসময় আমাকে আত্মবিশ্বাস এবং শক্তি জুগিয়েছে।

প্রণবের বুদ্ধিমত্তা নিয়মিতভাবে তাকে সাহায্য করে এসেছে বলেও চিঠিতে জানান প্রধানমন্ত্রী। ২৪ জুলাই প্রণব মুখার্জিকে ওই চিঠিটি লেখেন মোদি। সেখানেই প্রধানমন্ত্রী লেখেন ‘আপনি (প্রণব) সবসময় আমার প্রতি উষ্ণ, স্নেহশীল এবং যত্নবান থেকেছেন। সারাটা দিন কোনো জনসভা বা প্রচারণা করার পর আপনি যখন আমায় একটা ফোন করে বলতেন ‘আমি আশাকরি আপনি নিশ্চয় শরীরের প্রতি যত্ন নিচ্ছেন’— সেটা পেয়ে আমি তখন নতুন শক্তিতে ভরপুর হয়ে উঠতাম’।

সর্বশেষ খবর