শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কৃষি ব্যাংকের টাকা আত্মসাৎ, দুদকের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক

কৃষি ব্যাংক কারওয়ান বাজারের শাখা থেকে ২৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জসিম আহমেদকে (৫৬) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি মেসার্স ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গতকাল বিকালে রাজধানীর গুলশানের একটি বাসার সামনে থেকে দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজের নেতৃত্বে তাকে আটক করা হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের উপ-সহকারী পরিচালক  মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সকালে তেজগাঁও থানায় ৭ জনকে আসামি করে মামলা করেন।  অন্য আসামিরা হলেন— ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের পরিচালক মিসেস ইয়াসমীন আহমেদ (৫০), মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হযরত আলী (৪৯), বাংলাদেশ কৃষি ব্যাংক, কারওয়ান বাজার করপোরেট শাখার সাবেক এসপিও আবুল হোসেন (৫৯), গোলাম রসুল (৬১), সাবেক এজিএম সারোয়ার হোসেন (৫৯) (বর্তমানে বাধ্যতামূলক অবসর) ও সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজুর (৫৮)। অভিযোগ রয়েছে, এরা ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে বাস্তবে কোনো মালামাল আমদানি-রফতানি না করে ডকুমেন্ট তৈরি করে ঋণের নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে ২৬০ কোটি ১৮ লাখ ৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাৎ করেন।

সর্বশেষ খবর