শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী যতবার বাতিল ততবারই পাস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ষোড়শ সংশোধনী যতবার বাতিল ততবারই পাস

আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবে সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাস হবে। তিনি গতকাল দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, বিচারপতিদের চাকরি সংসদই দেয়, সুতরাং তাদের অপসারণের ক্ষমতা সংসদের হাতেই থাকা উচিত। তিনি ষোড়শ সংশোধনী বাতিল করা প্রসঙ্গে বলেন, ‘আমরা আবার পাস করব এবং অনবরত করতে থাকব। দেখি জুডিশিয়ারি কত দূর যায়।’

এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী গতকাল দুপুরে তার নির্বাচনী এলাকা সিলেটে পৌঁছান। এরপর তিনি প্রস্তাবিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থানের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে বিকালে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে সুধী সমাবেশে অংশ নেন। প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা সরকারের আপিল গত ৩ জুলাই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খারিজ করে দেয়। গত মঙ্গলবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

সর্বশেষ খবর