শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের পদত্যাগ করতে বলে। গত আট বছরে আট মাসের জন্যও রাস্তা গরম করতে পারেননি। উত্তাপ সঞ্চার করতে পারেননি। এই ব্যর্থতার জন্য আপনাদের টপ টু বটম সবার পদত্যাগ করা উচিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে গতকাল বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, ফখরুল ইসলাম আলমগীর সরকারকে পদত্যাগ করতে বলেন। পঁচাত্তর-পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি এখন পদত্যাগের প্রলাপ বকতে শুরু করেছে। আলমগীর সাহেব বাংলাদেশকে পাকিস্তান বলে কোন দিকে ইঙ্গিত করেছেন আমরা জানি। বাংলাদেশ পাকিস্তান নয়, পাকিস্তানকে পরাজিত করেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। তিনি কোন দিকে ইশারা ইঙ্গিত করে পদত্যাগ করতে বলেছেন আমরা বুঝি। বাংলাদেশে একটা-দুইটা আঘাতে স্তিমিত হওয়ার দল আওয়ামী লীগ না। কোনো আঘাত আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারের ভিত, শেখ হাসিনার গণভিত এবং আওয়ামী লীগের ভিত অনেক বেশি শক্তিশালী। আঘাত করে আমাদের পরাজিত করা যাবে না। আমরা সেই শক্তি যারা অতলের কিনারা থেকে, সময়ের প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাই সামনের দিকে। আমাদের প্রতিজ্ঞা এখনো দুর্বল হয়নি। প্রতিজ্ঞা নিয়ে বার বার আমরা অন্ধকারকে অতিক্রম করতে জানি। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের গণভিত, আমাদের ভিত অনেক বেশি শক্তিশালী। বিএনপির শক্তি দিন দিন কমে যাচ্ছে। চেয়ারপারসন বিদেশে, সিনিয়র ভাইস চেয়ারম্যান বিদেশে। এরা কবে দেশে আসবেন কেউ জানে না। টেমস নদীর পাশে বসে বসে চোরা গলি খুঁজছে, কোন গলি দিয়ে যাওয়া যায়। তরুণ সমাজকে শেখ কামালের আদর্শ অনুসরণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাঙালি তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল। ৪২ বছর পরও শেখ কামালকে কেউ কলঙ্কিত করতে পারেনি। তাই তরুণদের উচিত শেখ কামালের আদর্শ অনুসরণ করা। আজ দেশে প্রমাণিত, বঙ্গবন্ধু পরিবারই সৎ রাজনীতির প্রতীক। বঙ্গবন্ধু পরিবারই সৎ ও সাহসী রাজনীতির প্রতীক। চরিত্র হননের ছোরা দিয়ে এই পরিবারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর