শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায় মেনে পদত্যাগ করুন

নিজস্ব প্রতিবেদক

রায় মেনে পদত্যাগ করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। এর মাধ্যমে দেশের মানুষের মনের যে ইচ্ছা, ক্ষোভ বা দুঃখ ছিল, তা প্রতিফলিত হয়েছে। এটাই হলো সত্যিকার অর্থে উচ্চ আদালতের রায়। সরকারকে বলব, এই রায় মেনে অবিলম্বে পদত্যাগ করুন।

গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতায় সহায়ক সরকারের ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সংগঠনের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য অলিউর রহমানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান ও এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ। ব্যারিস্টার মওদুদ বলেন, আইনমন্ত্রী বলছেন, রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে নিতে চাচ্ছেন প্রধান বিচারপতি। আমি বলি, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির ক্ষমতা নিতে চাচ্ছেন না। তিনি ১৯৭২ সালের আপনাদের মূল সংবিধানের যে ১১৬ অনুচ্ছেদ ছিল সেটাকে ফিরিয়ে নিতে চাচ্ছেন। আপনারা রাষ্ট্রপতি অর্থাৎ প্রশাসন অর্থাৎ সরকার আজকে সুপ্রিম কোর্টের সেই অধিকার যে অধিকার ’৭২ সালে আপনারা দিয়েছিলেন সেটা কেড়ে নিচ্ছেন। প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা  কেড়ে নেওয়ার কথা বলেননি।  সরকারের ব্যর্থতার কারণে দেশে নারী ও শিশু নির্যাতন ‘তুফান গতি’তে চলছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার মওদুদ। বগুড়ার তুফান সরকার বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রতিফলন ঘটিয়েছে। যতদিন বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন নারী ও শিশুদের ধর্ষণ চলতেই থাকবে। প্রতিটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ পরিবারের সদস্যরা জড়িত। বগুড়ায় ধর্ষণ ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার মওদুদ বলেন, একেবারে অবিশ্বাস্য ঘটনা, একজন মেয়েকে আওয়ামী লীগের এক নেতা ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর মা ও মেয়ের মাথা ন্যাড়া করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কী অসম্ভব ববর্রতা। এটা  কেন হচ্ছে? কারণ এ সরকারের কোনো জবাবদিহিতা নেই। তারা মানুষের কাছে কোনো জবাবদিহি করার প্রয়োজনও বোধ করে না। তিনি বলেন, প্রতিদিন নারী ও শিশু ধর্ষিত হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের সামাজিক অবস্থাটা কোথায় চলে গেছে? পত্রিকায় দেখলাম একজন বাস ড্রাইভার ও  হেলপার একজন যাত্রীকে ধর্ষণ করেছে। তার মানে দেশে কোনো আইনশৃঙ্খলা বলতে কিছু নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর