রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাতি নেতাদের অপকর্মে বিব্রত আওয়ামী লীগ

রফিকুল ইসলাম রনি

বগুড়ায় ‘ধর্ষণের শিকার’ কিশোরী ও তার মায়ের মাথা ন্যাড়ার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। তার এই ন্যক্কারজনক ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় বইছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা ও কাজীপুরের নাটুয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলামের বিরুদ্ধে কলেজছাত্রীকে আটকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা চাঁদা না পাওয়ায় স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। শুধু তুফান সরকার, সোহেল রানা, আশরাফুল, সুমনই নন, ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের পাতি, সিকি ও আধুলি নেতাদের অপকর্মে বিব্রত হচ্ছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দল, তখন এসব পাতি ও অতি      উৎসাহী নেতাদের অপকর্মে দলকে উল্টো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের কিছু নেতা-কর্মীর একের পর এক নানা নেতিবাচক ঘটনায় বিতর্কিত হচ্ছে দল। একটি ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চাপা পড়ছে ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শুধু সহযোগী সংগঠনই নয়, দলের কিছু এমপির বেফাঁস কথাবার্তা দলকে বিতর্কিত করে তুলছে। জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বিতর্কে জড়িয়ে পড়ছেন কিছু নেতা। কেন্দ্র থেকে বার বার তৃণমূল পর্যায়ে এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীর প্রতি দলীয় নির্দেশনা ও কঠোর হুঁশিয়ারির পরও এসব থামছে না। জানা গেছে, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত চলছে সরকার ও দলের উচ্চ পর্যায় থেকে। যে কোনো মূল্যে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। অপরাধীদের কঠোর হাতে দমনে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে দলের এসব নেতার বিতর্কিত কর্মকাণ্ডে কেবল দলের ভাবমূর্তিই ক্ষুণ্ন হয়নি, রীতিমতো বেকায়দায় ফেলছে সরকারকে। গত ১৭ জুলাই ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয় শ্রমিক লীগ বগুড়া শহর শাখার আহ্বায়ক তুফান সরকার। এর ১০ দিন পর তুফান সরকারের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির নেতৃত্বে একদল সন্ত্রাসী মেয়েটি ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় বইছে। আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে ক্ষুব্ধ জনতা। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। গতকালও বগুড়া ও পাবনায় মানববন্ধন হয়েছে। 

গত ২ আগস্ট বগুড়ার শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামের এক কলেজছাত্রী তার বন্ধুকে নিয়ে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া চরে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সময় কয়েকজন ছাত্রলীগ নেতা তাদের আটকে রেখে যৌন হয়রানি করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ছয় ছাত্রলীগ নেতা-কর্মীকে আসামি করে গত বুধবার রাতে কাজীপুর থানায় মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটুয়ারপাড়া ঘাট এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানা ও নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম ডনকে গ্রেফতার করে পুলিশ। গত ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ‘বিকৃত’ করার অভিযোগ এনে ইউএনওকে হেনস্তা করার ঘটনাও ঘটেছে। বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজুর অতি উৎসাহের কারণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারকে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। বগুড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই খুলনার স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অনুসারী আরেক ঘটনার জন্ম দেন। স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ারের কারণে ৫৭ ধারায় গ্রেফতার করে পুলিশ। সাংবাদিক আবদুল লতিফের বিরুদ্ধে মামলা করেন প্রতিমন্ত্রীর কাছের মানুষ হিসেবে পরিচিত অন্য এক সাংবাদিক। ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি ডা. এনামুর রহমান নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমে যে বক্তব্য দেন তা নিয়ে দল ও দলের বাইরে তোলপাড় শুরু হয়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আওয়ামী লীগ। ডা. এনামুর বলেন, সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ-শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাব। এরপর আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ খবর