রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাহাড়ে হাহাকার অথচ উন্নয়নের অহংকার

নিজস্ব প্রতিবেদক

পাহাড়ে হাহাকার অথচ উন্নয়নের অহংকার

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেছেন, এখনো পাহাড়ে আশ্রয়হীন মানুষ ক্ষুধা ও অভাবের তাড়নায় হাহাকার করছে। অথচ সরকার উন্নয়নের জোয়ারে আত্ম অহংকারে ভেসে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ, গরিব প্রান্তিক কৃষক, দলিত হরিজন, খেটে খাওয়া মেহনতি মানুষ, চা বাগানের শ্রমিকসহ লাখ লাখ মানুষ এই কথিত উন্নয়নের জোয়ারে ডুবে যাচ্ছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকার বলছে, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হাজার হাজার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনে এর প্রতিফলন নেই। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে ১৩১ জন মানুষ মারা গেল ও ২০ হাজার পরিবার ক্ষয়ক্ষতির শিকার হলো অথচ সরকারের কোনো তৎপরতা নেই। বাঘাইছড়ির সাজেকে প্রায় তিন হাজার পরিবারের ১৫ হাজার মানুষ খাদ্যাভাবে হাহাকার করছে। তাদের ভূমি নির্বিঘ্নে অনায়াসে বেদখল হয়ে যাচ্ছে। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, আওয়ামীবাসী ছাড়া দেশে কেউ ভালো নেই। এ দেশ শুধু আওয়ামী লীগ ও আওয়ামীবাসীদের দেশ নয়, সবার। সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল প্রমুখ বক্তব্য দেন। ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করাসহ ১০ দফা দাবি তুলে ধরেন সন্তু লারমা। আগামী ৯ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আদিবাসী ফোরামের মূল অনুষ্ঠান হবে বলে জানানো হয়। এতে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

সর্বশেষ খবর