মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে

হুসেইন মুহম্মদ এরশাদ

ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায় পড়ে ‘লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে’ বলেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। সোমবার চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আপিল বিভাগের রায় নিয়ে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘রায়টা পড়ে আমরা নিজেদের খুব দুর্ভাগ্যবান মনে করছি।  লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে।’ আগামী নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে তিনি বলেন, সব নির্ভর করছে প্রধান নির্বাচন কমিশনারের ওপর। যদি তিনি আর্মি চান, সরকার দিতে বাধ্য। প্রধান নির্বাচন কমিশনারের অসীম ক্ষমতা। সেই ক্ষমতা খাটাবেন কি না এবং সত্যিকারভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি না সেটা নির্ভর করছে তার ওপর। এরশাদ বলেন, প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় শুধু ধর্ষণ আর খুন। নারীর ক্ষমতায়নের কথা শুনি, সেটা শুধু ঢাকা শহরে। বাইরের গ্রামেগঞ্জের মেয়েরা নিরাপদ নয়।

সর্বশেষ খবর