মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিএনপির দিবাস্বপ্ন তাসের ঘর

নিজস্ব প্রতিবেদক


বিএনপির দিবাস্বপ্ন তাসের ঘর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সরকার হটানোর ষড়যন্ত্র করছে। বিদেশিরা ক্ষমতায় বসাবে বিএনপির এমন দিবাস্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে যাবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের পরে আন্দোলন, কত দিন চলে গেল, আন্দোলন করবেন কেমন করে? আন্দোলন করতে হলে জনগণ লাগে। জনগণ তো আপনাদের সঙ্গে নেই। বারবার আন্দোলনের ডাক দিচ্ছেন। যিনি আন্দোলনের ডাক দিয়েছেন তিনি তো টেমস নদীর পাড়ে চলে গেছেন। চিকিৎসার নামে সেখানে বসে কী করছেন সবাই জানে। আন্দোলন তাহলে কোথায়? আন্দোলন এখন টেমস নদীর পাড়ে বেগম জিয়ার ভ্যানিটি ব্যাগে।’ তিনি বলেন, এখন তারা আন্দোলনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকারকে হটানোর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ছাত্রলীগের সম্মেলন নিয়ে সেতুমন্ত্রী বলেন, ছাত্রলীগের সম্মেলন যথাসময়ে হবে। সম্মেলন করতে অনেক কিছুর প্রয়োজন হয়। ছাত্রলীগকে সম্মেলনের ঘাটতি পূরণে বলা হয়েছে। সে অনুযায়ী কাজ চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলা, উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়েছে। হঠাৎ একদিন সম্মেলনের ঘোষণা দেওয়া হবে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে কাজ চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্বজিৎ হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত রাজনের মতো কর্মীর ছাত্রলীগের দরকার নেই। তুফানের মতো “তুফান কর্মী” আমাদের প্রয়োজন নেই।’ বঙ্গমাতাকে নিয়ে স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক জীবনে এমন কমিটেড, যোগ্য সহধর্মিণী আমি আর দেখিনি। বন্যার সময় একবার আমরা দেখা করতে গেলে তিনি আমাদের বললেন, তোমরা তো ছাত্রনেতা। দেশে বন্যা, এখানো ঘুরঘুর করছ কেন? একটু খারাপ লাগলেও বুঝতে পারলাম ওনার দেশপ্রেম।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘শুধু স্লোগান দিলে ছাত্রলীগ হওয়া যায় না। তোমাদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। চার মূলনীতি বুঝতে হবে। আদর্শের লড়াইয়ে টিকে থাকতে হলে আদর্শকে ধারণ করতে হবে। ত্রিশ লাখ শহীদের স্মৃতিকে ধারণ করতে হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর