বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিএনপির রাজনীতি করার অধিকার নেই

নিজস্ব প্রতিবেদক

বিএনপির রাজনীতি করার অধিকার নেই

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল পরিকল্পনাকারীদের দল বিএনপির এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের দণ্ড কার্যকর করতে হবে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল   শিল্পকলা একাডেমিতে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মঈনুল হোসেন খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ গতকাল সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করে। মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে, দেশকে পাকিস্তানি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের সঠিক জবাব দেবে। ১৯৭১ সালে বিতর্কিত কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জনগণ থেকে দাবি উঠেছে তাদের রাজনীতি নিষিদ্ধ করার। ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত যেভাবে জাতির কাছে চিহ্নিত হয়েছে, ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তারাও সমানভাবে চিহ্নিত হয়ে আছে। আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান যে নারীর তিনি আর কেউ নন, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনি জীবনভর বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও মনোবল জুগিয়েছেন। সংসারের দায়িত্ব তিনি একাই সামলে নিয়েছেন, বঙ্গবন্ধু নিশ্চিন্তে মন দিয়েছেন দেশের কাজে। দেশের ইতিহাসে ফজিলাতুন নেছা মুজিব কেবল বঙ্গবন্ধুর সহ-ধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক নেপথ্য অনুপ্রেরণাদায়ী। বেগম ফজিলাতুন নেছা মুজিবের অনুপ্রেরণায়ই বঙ্গবন্ধু হয়েছিলেন জাতির পিতা। তার ত্যাগ, সংগ্রাম ও কথা খুঁজে পাওয়া যায় বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ইতিহাসেও। বাঙালি জাতির সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে সক্রিয় সহযোগিতা করে, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখেছিলেন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিব। ছায়ার মতো অনুসরণ করেছেন বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শকে।

সর্বশেষ খবর