শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মূল সংবিধানে ফিরে যাচ্ছি

অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

‘বাহাত্তরের মূল সংবিধানে ফিরে যাচ্ছি’ মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গতকাল নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংসদ আইন করবে। সংবিধান হলো সবার ওপরে। যে কথাটি আমি বারবার বলেছি, সংবিধানের আদি কোনো অনুচ্ছেদ ভালো কিংবা মন্দ, সে সম্পর্কে বলতে পারবে না বিচার বিভাগ। সেখানে হাতও দিতে পারবে না। আদালত ক্ষমতাপ্রাপ্ত হবে তখনই, যখন সংবিধান সংশোধন করা হবে। আমি এ কথাও বারে বারে বলেছি, যে আইন হবে, সে আইনে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যত রকম সেফগার্ড থাকা দরকার, সেগুলো থাকবে এবং সে আইনটি অসাংবিধানিক, ভালো, মন্দ—সব বিচার করার ক্ষমতা আদালতের থাকবে। কিন্তু মূল সংবিধানের কোনো অনুচ্ছেদকে কোনো আদালত বিচার করার ক্ষমতা রাখে না।’ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জন্য আইন করার প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর