শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খায়রুল হকের লজ্জা নেই : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের লজ্জাবোধ নেই। নিজের লেখা রায় পরিবর্তনের মাধ্যমে তিনি জুডিশিয়াল ক্রাইম করে গেছেন।’ গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, ‘ত্রয়োদশ সংশোধনীতে এ বি এম খায়রুল হক তার দেওয়া রায়ে বলেছিলেন, “আগামী দুটি টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে।” সেখানে তিনি গ্রিক ফিলোসফি নিয়ে এসে বলেছিলেন, “জনগণের স্বার্থে এটা করা যেতে পারে।” অথচ তার ১৬ মাস পর এ বি এম খায়রুল হক সাহেব পূর্ণাঙ্গ যে রায় দিলেন তার মধ্যে এ কথাগুলো ছিল না। প্রধান বিচারপতির পদে থেকে কীভাবে তিনি এত বড় জালিয়াতি করেছিলেন? এর মাধ্যমে তিনি একটি বিরাট-বড় অপরাধ করেছিলেন। যেটি ছিল পরিষ্কার জুডিশিয়াল ক্রাইম।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্র বিনষ্ট করেছেন। তিনি যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে যে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।’ তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছে। ৭৯৯ পৃষ্ঠার ঐতিহাসিক, দার্শনিক দিকনির্দেশনামূলক দলিল এই রায়ের মাধ্যমে বর্তমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা বলেই আমাদের কাছে মনে হয়েছে। সত্য উদ্ভাসিত হয়েছে নির্ভীকভাবে। হতাশাগ্রস্ত জাতি এ রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে। আমরা সেজন্যই এ রায়কে স্বাগত জানিয়েছি এবং আপিল বিভাগকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার আগেই সাবেক প্রধান বিচারপতি বর্তমান আইন কমিশন চেয়ারম্যান খায়রুল হক রায়ের বিরুদ্ধে বিষোদগার করলেন। মনে হলো, এ রায়ের ফলে তার গাত্রদাহ শুরু হয়েছে। আইন কমিশনের আসনে বসে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে, প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমতো আদালত অবমাননার শামিল।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সীমাহীন দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, ক্ষমতার অহংকার আজ স্বাধীনতাযুদ্ধের সব স্বপ্ন ও অর্জনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই দুঃসময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ রায় সুশাসনের জন্য, ন্যায়বিচারের জন্য, গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য নিঃসন্দেহে আশার আলো।’

সর্বশেষ খবর