শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সুবর্ণচরে চোর সন্দেহে গণপিটুনি চারজন নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে চোর সন্দেহে গণপিটুনিতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। বুধবার রাত ৩টার দিকে সুবর্ণচর উপজেলার জুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে জাকির হোসেন (২৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। সে চর আমানউল্লাহ ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তবে নিহত অন্য তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ সময় ‘চোরদের’ ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় এবং দুজনকে আটক করে। আহতরা হলো হেলাল উদ্দিন (২২) ও জাহাঙ্গীর আলম (৩০)। তারা দুজনই চরজুবিলী ইউনিয়নের বাসিন্দা। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ৩টার দিকে একটি পিকআপে কয়েকজন লোক সন্দেহজনকভাবে উপজেলার চর কচ্ছপিয়ায় ঘোরাফেরা করছিল। স্থানীয় লোকজন তাদের গতি রোধ করলে পিকআপ থেকে তারা পাশের খালে ঝাঁপিয়ে পড়ে। এ সময় জনতা গণপিটুনি দিলে ঘনটাস্থলে চারজন নিহত হয়। আহত হয় দুজন। উত্তেজিত জনতা আগুন দিয়ে পিকআপটি পুড়িয়ে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এর আগেও এ এলাকায় একাধিক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন রাত জেগে পাহারা দিয়ে থাকে। ‘চোরেরা’ পিকআপ ভ্যান নিয়ে একটি বাড়িতে প্রবেশ করলে মালিক বিষয়টি টের পেয়ে যান। তিনি চিৎকার-চেঁচামেচি করলে তারা পিকআপ ভ্যান ফেলে পাশের খালে ঝাঁপ দেয়। স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকায় চুরি হচ্ছিল। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর