শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সিপিএ

নিজস্ব প্রতিবেদক

সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সিপিএ

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিস্তারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিশ্বের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ তরুণকে রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগানোর জন্য সিপিএ কাজ করছে বলেও উল্লেখ করেন। সিঙ্গাপুরের পার্লামেন্ট ভবনে গতকাল ডেপুটি স্পিকার লিম বো চুয়ানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের প্রতিনিধি দলকে বাংলাদেশে ৬৩তম সিপিএ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানায়। সিঙ্গাপুরের ডেপুটি স্পিকার সিপিএ পরিচালনায় ড. শিরীন শারমিন চৌধুরীর গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ১৩৬তম আইপিইউ অ্যাসেম্বলি  আয়োজনের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আসন্ন সিপিএ সম্মেলন সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সিপিএ সিঙ্গাপুর ব্র্যাঞ্চের কার্যক্রম ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এর আগে ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর পার্লামেন্ট ভবন ঘুরে দেখেন।

সর্বশেষ খবর