শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায় নিয়ে তর্ক করার কিছু নেই

নিজস্ব প্রতিবেদক

রায় নিয়ে তর্ক করার কিছু নেই

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে তর্ক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এই রায়ে সরকার ও সংসদ অখুশি হতে পারে, কিন্তু বিচার বিভাগের ওপর ১৬ কোটি মানুষের আস্থা বেড়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাব জাতীয়তাবাদী সম্মিলিত নাগরিক দল আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিয়া মো. সেলিমের অকাল মৃত্যুতে স্মরণ সভার আয়োজন করা হয়। মঈন খান বলেন, দেশের সর্বোচ্চ আদালতের যিনি সর্বোচ্চ ব্যক্তি তিনি ষোড়শ সংশোধনীর রায়ে বলেছেন, বাংলাদেশে সব ক্ষেত্রে এখন অরাজকতা চলছে। দেশে জবাবদিহিমূলক কোনো প্রতিষ্ঠান নেই। তার এ বক্তব্য দেশের ১৬ কোটি মানুষ শুনেছে। এতে করে বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বেড়েছে। যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সে দেশ সভ্য দেশ হিসেবে পরিচিত হতে পারে না। দেশে গণতন্ত্র ও সুশাসন নেই দাবি করে দলটির এই নীতিনির্ধারক বলেন, কোনো দেশে সুশাসন ও মানবাধিকার না থাকলে সে দেশের কোনো ভিত্তি থাকে না এবং উন্নয়নও জনগণের দোড়গোড়ায় পৌঁছায় না। নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দেশের হারানো গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনি। যেমন ফিরিয়ে এনেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্মরণসভায় সংগঠনের সভাপতি জাকির হোসেন সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর