শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে : মওদুদ

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘ষোড়শ সংশোধনীর মাধ্যমে দেশে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। এ-সংক্রান্ত রায়ে ১৬ কোটি মানুষের মনের যে পুঞ্জীভূত ক্ষোভ, ব্যথা, বেদনা ও নালিশ সৃষ্টি হয়েছে— তার বহিঃপ্রকাশ ঘটেছে।’

তিনি গতকাল দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে কবিরহাট উপজেলা ও সদর পূর্বাঞ্চল, কবিরহাট পৌরসভা ও ইউনিয়নসমূহে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ দেশের সব মানুষ ভোট দেওয়ার সমান সুযোগ পাবে।’

মওদুদ অভিযোগ করেন, ‘এ অনুষ্ঠানটি কবিরহাটে হওয়ার কথা ছিল, সেখানে পুলিশের বাধা ও শাসক দলের বোমাবাজি ও হয়রানির কারণে দলীয় নেতা-কর্মীরা সংঘর্ষ ও সংকট থেকে বিরত থাকার জন্য কোম্পানীগঞ্জে আমার বাড়িতে চলে এসেছেন। বসুরহাট থেকে নেতা-কর্মীরা আসার পথে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করেছে। এতে উপজেলা বিএনপি সভাপতি আবদুল হাই সেলিম, কামাল উদ্দিন চৌধুরী, যুবদল নেতা হেলাল খানসহ অন্তত আট-নয় জন আহত হয়েছেন।’ কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লিটন চৌধুরী, ফখরুল ইসলাম দুলাল, ফরহাদ হোসেন প্রমুখ। জানা গেছে, বসুরহাট বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জ ও ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

সর্বশেষ খবর