শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আপিল বিভাগ ন্যায়সঙ্গত কথা বলছে

নিজস্ব প্রতিবেদক

আপিল বিভাগ ন্যায়সঙ্গত কথা বলছে

আপিল বিভাগ ন্যায়সঙ্গত কথা বলছে, তাই সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে লেগেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বর্তমান সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শেষ করে দিচ্ছে। এ লুটপাটের বিরুদ্ধে কথা বললেই গুম করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে। দেশে যথাযথ গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। গতকাল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক যুব ঐক্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক শাহিনুল আলম শাহিন। বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার। মতবিনিময় সভায় নাগরিক যুব ঐক্যের নতুন সদস্য সচিব হিসেবে স্বপ্না আক্তারের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়। উত্তরের আহ্বায়ক জহির হোসেন ও সদস্য সচিব ইমরাজুল ইসলাম রুবেল এবং দক্ষিণের আহ্বায়ক বিএম রুহুল আমিন জুয়েল ও সদস্য সচিব এসএম হানিফের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর