রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট অভিভাবকের ভূমিকা রেখেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট অভিভাবকের ভূমিকা রেখেছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়ে সুপ্রিম কোর্ট অভিভাবকের ভূমিকা পালন করেছে। সুপ্রিম কোর্ট সঠিকভাবেই উপলব্ধি করেছে যে, তাদের ওপর এখন দায়িত্ব এসে পড়েছে। রাষ্ট্র যখন রসাতলে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে,  কোনো কূলকিনারা খুঁজে পাওয়া যায় না, তখন তাদের দায়িত্ব এসে পড়েছে, সংবিধানের অভিভাবক হিসেবে তাদের মুখ খুলতে হবে। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেশের বর্তমান অবস্থার আসল চেহারা উন্মোচিত হয়েছে। এতে সরকারের গাত্রদাহ শুরু হয়েছে। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল-পূর্ব বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন। যুবদলের এ অনুষ্ঠানে সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, যুবদলের নুরুল ইসলাম নয়ন, এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তফা কামাল রিয়াদ, গোলাম মাওলা শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, ষোড়শ সংশোধনী কোনোমতেই গ্রহণ করা যেতে পারে না। কারণ তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সর্বোচ্চ আদালতের রায়ের পর্যবেক্ষণের পর এটা প্রমাণিত হয়েছে, এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আগে আর কখনই এমন রায় দেয়নি। গত শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন এখন তাদের খুব দুঃসময়। দুঃসময় কেন? এখন নাকি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘তোমরা রাষ্ট্র চালাতে পার না, ব্যর্থ হও। এয়ারপোর্টের মধ্যে আগুন লাগে, সবকিছু বন্ধ করে দিতে হয়। হজযাত্রীরা হজে যেতে পারছেন না। একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তোমরা ঢাকা শহরের রাস্তা ঠিক করতে পার না। চট্টগ্রাম শহরে নৌকা চলে। তিনি বলেন, এ সরকার বন্দুক-পিস্তল দিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে। পেছনে বন্দুক-পিস্তল না থাকলে এক সেকেন্ডের জন্যও তারা দাঁড়াতে পারবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকুস নির্বাচনের দাবিতে উন্মুক্ত আলোচনায় জাতীয়তাবাদী ছাত্রদল অংশ নিলে তাদের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ‘লাঠিসোঁটা-অস্ত্র’ নিয়ে বের করে দিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র। আবার  বলে দেশে তো গণতন্ত্র আছে, গণতন্ত্রের ওপর কোন আকাশ ভেঙে পড়ল যে, আপনাদের সহায়ক সরকার দিতে হবে? চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মিলাদ-মাহফিল পর্যন্ত করতে দেয়নি আওয়ামী লীগ।

সর্বশেষ খবর