রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনে অতিরিক্ত ব্যয় হলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নির্বাচনে অতিরিক্ত ব্যয় হলেই ব্যবস্থা

উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ব্যয়ের বেশি বা অতিরিক্ত টাকা খরচের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, সমর্থকদের নিয়ন্ত্রণ করবেন, আচরণবিধি মেনে চলবেন, নির্বাচনী যে ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে এর চেয়ে বেশি টাকা খরচ করার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,  গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ইসি অঙ্গীকারবদ্ধ। গতকাল সকালে চট্টগ্রামের কর্ণফূলী উপজেলা নির্বাচন নিয়ে উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী সবসময় নিয়োজিত থাকবে। নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ নির্বাচনে পক্ষপাতের কোনো সুযোগ নেই। এ রকম কিছুর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব  মোখলেসুর রহমান, পুলিশ সুপার নুরে আলম মিনা, বিজিবি চট্টগ্রামের লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল আলম, র‌্যাব-৭ এর মেজর আশেকুর রহমান, চট্টগ্রাম নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ প্রমুখ।  সভায় কর্ণফুলী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মুনির হোসাইন খান স্বাগত বক্তব্য রাখেন। সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাঈদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, এসএম ফোরকান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রিজভী, ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল ইসলাম চৌধুরী, হাজী মো. ওসমান, মাওলানা মুহাম্মদ মুছা, নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানাজা বেগম, উম্মে মিরজান শামীমা ও মুন্নি বেগম প্রমুখ।

সর্বশেষ খবর