Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ আগস্ট, ২০১৭ ২৩:১৮
আওয়ামী লীগের পতন ঘণ্টা বেজে গেছে
ফরিদপুর প্রতিনিধি
আওয়ামী লীগের পতন ঘণ্টা বেজে গেছে

বিএনপির নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর থেকেই এ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাদের পায়ের তলায় এখন আর মাটি নেই। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি গত শুক্রবার ফরিদপুরের নগরকান্দা ও সালথায় বিএনপির সদস্যপদ সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ উপলক্ষে নগরকান্দা উপজেলার আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। নগরকান্দা উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান ভুলুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল প্রমুখ। পরে প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু তার সদস্যপদ নবায়নের মাধ্যমে নতুন সদস্যপদ সংগ্রহের উদ্বোধন করেন। জেলার দুটি উপজেলার কয়েক হাজার বিএনপির নেতা-কর্মীরা সদস্য সংগ্রহ সমাবেশে উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow