সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতিকে চাপের অভিযোগ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ থেকে সবাইকে সতর্ক  থাকতে হবে। তবে এখনই সময় এই ভোটারবিহীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার, মুখ খোলার। তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে রাজপথে আসুন। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া-মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্রদল সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘বিএনপি আট মিনিটও রাস্তায় দাঁড়াতে পারে না’— এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ক্ষমতার চেয়ারে বসে অনেক কথাই বলা যায়। আপনারা সাধারণ মানুষের মতো রাজপথে নামুন। রাস্তায় আসুন, এরপর দেখা যাবে— জনগণ কার পেছনে আছে। ৫ জানুয়ারির সাজানো নির্বাচনে ৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। বিনা ভোটের সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের সব আয়োজন সম্পন্ন করেছে।  মির্জা ফখরুল বলেন, সরকার যে ভাষায় কথা বলে, তা গণতন্ত্রের ভাষা নয়।

সর্বশেষ খবর