সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাত খুনে আপিলের রায় ২২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাই কোর্টে ২২ আগস্ট রায় ঘোষণা করা হবে। গতকাল এই মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারপতি ভবানী প্রসাদ সিংহ এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রায় ঘোষণার নতুন দিন ধার্য করে। এর আগে শুনানি শেষে ২৬ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। সেই হিসেবে মামলাটি রায়ের জন্য গতকাল হাই কোর্টের কার্যতালিকায় আসে। এ মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মন্নান মোহন ও জাহিদ সরওয়ার কাজল এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান প্রমুখ। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা করেন, যার তদন্ত চলে একসঙ্গে। দুই মামলার তদন্ত শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একসঙ্গে দুই মামলার বিচার শেষে গত ১৬ জানুয়ারি রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। এ মামলায় সাবেক তিন র‌্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির ফাঁসির রায় দেয় আদালত; মামলার ৩৫ আসামির মধ্যে বাকি নয়জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। গত ২২ মে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়।

সর্বশেষ খবর