সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিষবৃক্ষ বিএনপিকে সরকারই বাঁচিয়ে রেখেছে : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

বিষবৃক্ষ বিএনপিকে সরকারই বাঁচিয়ে রেখেছে : এরশাদ

আওয়ামী লীগ সরকারই বিষবৃক্ষ বিএনপিকে বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এখন আবার আওয়ামী লীগই বিএনপিকে নিয়ে মাথা ঘামাচ্ছে। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স—বিএনএ-এর কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনএ চেয়ারম্যান সেকেন্দার আলী মনির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাপার কেন্দ্রীয় নেতা সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, মুশফিকুর রহমান, বিএনএ মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান, মো. আক্তার হোসেন, অ্যাডভোকেট মো. আফাজুল হক।  এইচ এম এরশাদ বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ আমাদের সঙ্গে বেইমানি করেছিল বলে আজ বিএনপিকে নিয়ে আওয়ামী লীগকে মাথা ঘামাতে হচ্ছে। ২০০৮ সালে আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচন করেছিলাম। আমাদের ৪৮টি আসন দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদেরকে দেওয়া কথা তারা রাখেনি। ৪৮টি আসনের মধ্যে ১৯টি আসনেই নৌকার প্রার্থী দাঁড় করিয়ে দেয়। আমরা মাত্র ৩১টি আসনে নির্বাচন করে ২৯টি আসনে জয় লাভ করেছিলাম। আর বিএনপি ও তাদের জোট ৩০০ আসনে প্রার্থী দিয়ে ৩৩টি আসন পেয়ে বিরোধী দল হয়েছিল। আমরা যদি ৪৮টি আসনে নির্বাচন করতে পারতাম তাহলে কমপক্ষে ৪৫টি আসনে বিজয় হয়ে শক্তিশালী বিরোধী দল হতাম।

এরশাদ বলেন, আমাদের জোট এখন অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক দল এখন আমাদের সঙ্গে জোটভুক্ত হতে চায়। তবে সরকার চায় না আমাদের জোটের পরিধি বাড়ুক। কারণ আমাদের জোট শক্তিশালী হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। তবে বাধা দিয়ে গণজোয়ার ঠেকানো যাবে না। এরশাদ বলেন, আমরা বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত না হওয়ায় তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। সাবেক এ রাষ্ট্রপতি আরও বলেন, দেশে খুন, গুম, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা। আওয়ামী লীগের বদলে বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি এর চেয়ে ভয়াবহ হবে। তাই আগামী জাতীয় নির্বাচনে আমরা রাষ্ট্র ক্ষমতায় এসে এই দুই দলের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করব। প্রতিহিংসার রাজনীতি আমরা বন্ধ করব। খুন-সন্ত্রাস-দুর্নীতি বন্ধ করে দেশে সুশাসন প্রতিষ্ঠিত করব।

সর্বশেষ খবর