শিরোনাম
সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দোষীদের বিচার না হলে অবক্ষয় বাড়বে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দোষীদের বিচার না হলে অবক্ষয় বাড়বে

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে আইন প্রতিষ্ঠা করতে সবাইকে কাজ করতে হবে। যাদের কারণে নারীর প্রতি সহিংসতা ঘটছে তাদের শাস্তি নিশ্চিত করে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। দোষীদের বিচার না হলে অবক্ষয় বাড়বে।’ গতকাল বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা, সাম্প্রতিক ঘটনাবলি ও উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। কাজী রিয়াজুল হক বলেন, ‘দেশের বিভিন্ন দফতর, রাজনৈতিক কমিন্টমেন্ট, রাজনৈতিক নেতৃত্ব সবকিছুর সমন্বয় ঘটিয়ে আজকে আমরা নতুন স্বপ্ন দেখছি। বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু হয়ে গেছে। আবার যখন বগুড়ার মতো ঘটনা ঘটে, তখন আমাদের মাথা নিচু হয়ে যায়। এর পরও বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আরও এগিয়ে যাবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। আজ বাংলাদেশ নতুন স্বপ্ন দেখতে পাচ্ছে। দেশে কিছুটা সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় দোষীদের বিচার না হলে অবক্ষয় বাড়বে। তাই দেশকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে।’ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সহকারী জজ জেসমিন আক্তার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া জেলা সিভিল সার্জন শামসুল হক, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন প্রমুখ।

সর্বশেষ খবর