মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

আনুষ্ঠানিকভাবে কেক কাটবে না বিএনপি সারা দেশে দোয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭১তম জন্মবার্ষিকী আজ। ৭২ বছরে পা দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিবছর আনুষ্ঠানিকভাবে কেক কেটে দিনটি পালন করলেও গত বছরের মতো এবারও তিনি কেক কাটার কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না। দিবসটি উপলক্ষে আজ কেন্দ্রীয়ভাবে দলের পক্ষ থেকেও কোনো কেক কাটার কর্মসূচি নেওয়া হয়নি। আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করার কারণ হিসেবে চলমান রাজনৈতিক সংকট ও সারা দেশে বন্যার অবনতি, দেশের সার্বিক পরিস্থিতিসহ নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। তবে দলের পক্ষ থেকে চেয়ারপারসনের শারীরিক সুস্থতা কামনায় ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে আজ দোয়া মাহফিল পালনসহ দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস-উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালন করার কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে চেয়ারপারসন বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। দেশে এখন প্রাকৃতিক দুর্যোগময় পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বন্যার্ত মানুষের চরম খাদ্য ও আশ্রয় সংকট চলছে। এ অবস্থায় দলের পক্ষ থেকে চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা পাঠানো হয়েছে। দেশের চরম সংকটময় পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের প্রতি সহমর্মিতার কারণে তিনি এবার আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দেশের ভিতরে দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তেমন কোনো কর্মসূচি না নেওয়া হলেও চিকিৎসার্থে বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করায় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সেখানে আড়ম্বরপূর্ণভাবে কেক কেটে জন্মদিন পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সে অনুষ্ঠানেও অংশ নেবেন না বেগম খালেদা জিয়া কিংবা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে লন্ডনে পুত্র তারেক রহমানের বাসায় তার পুত্রবধূদ্বয় ও প্রিয় তিন নাতনিসহ পরিবারের সদস্যরা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এ দিনটি পালন করবে এবং সেখানে দোয়া মাহফিলেরও আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। জানা গেছে, মায়ের জন্মদিনে আজ যুক্তরাজ্য বিএনপির অনুষ্ঠানে অংশ না নিলেও গতকাল লন্ডন সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় মধ্যরাতে) পূর্বলন্ডনের রয়্যাল রিজেন্সি কমিউনিটি সেন্টারে দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বাংলাদেশ প্রতিদিনকে জানান, দলীয়ভাবে কেক কাটার কোনো কর্মসূচি আছে বলে জানা নেই। তবে নেতা-কর্মীরা চেয়ারপারসনকে ভালোবেসে সাধারণত এটা করে থাকেন। সে হিসেবে ব্যক্তিগত বা আলাদাভাবে কেউ কোনো আয়োজন করতেই পারেন। তবে দলীয়ভাবে চেয়ারপারসনের সুস্থতা কামনায় জেলায় জেলায় দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর