মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাবধান ইঁদুর যেন বাঁধ না কাটে

নীলফামারী প্রতিনিধি

সাবধান ইঁদুর যেন বাঁধ না কাটে

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সবাইকে সচেতন থাকতে হবে, যাতে ইঁদুর বা কেউ বাঁধ কেটে দিতে না পারে। গতকাল নীলফামারীর সৈয়দপুরের বন্যাকবলিত এলাকা ও ভেঙে যাওয়া শহররক্ষা বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো সংকট হবে না। আপনারাও দুর্গত মানুষের পাশে দাঁড়ান। প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছেন, বন্যার্তদের মানবিক সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে। মন্ত্রী আরও বলেন, কয়েকদিনের বর্ষণে সৈয়দপুরের জনপদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভেঙে যাওয়া বাঁধ দ্রুত পুনঃনির্মাণের নির্দেশ দেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিরোধীদলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ প্রমুখ।

সর্বশেষ খবর