মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ফাঁসির মঞ্চে গিয়েছিলেন বিশ্বজিৎ নন্দী

নিজস্ব প্রতিবেদক

ফাঁসির মঞ্চে গিয়েছিলেন বিশ্বজিৎ নন্দী

বঙ্গবন্ধু হত্যার এক বছর পর ১৯৭৬ সালের ১৮ আগস্ট মুক্তাগাছার প্রতিবাদী ৫ মুক্তিযোদ্ধা জাবেদ আলী, নিখিল দত্ত, সুবোধ ধর, দিপাল দাস, মফিজ উদ্দিন সেনা অভিযানে শহীদ হন। গুরুতর আহত অবস্থায় আটক হন বিশ্বজিৎ নন্দী। পরে ১৯৭৭ সালের ১৮ মে সামরিক আদালত ১৯ বছরের কিশোর যোদ্ধা বিশ্বজিেক ফাঁসির দণ্ড দেয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বিশ্বজিৎ কাটান সাত বছরের দুর্বিষহ জীবন। তখন বিশ্বজিতের মুক্তির আন্দোলন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ বিশ্ব নেতাদের চাপের মুখে সেনা সরকার বিশ্বজিতের ফাঁসি মওকুফ করে যাবজ্জীবন দেয়। ১৯৮৯ সালে তিনি মুক্ত হন।

সর্বশেষ খবর