বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অনিশ্চয়তা কাটেনি হজযাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

সময় ফুরিয়ে এলেও হজ পালনের অপেক্ষায় রয়েছেন ৬১ হাজার হজযাত্রী। এ সব হজযাত্রী নির্ধারিত সময়ে যেতে না পারায় উদ্বেগ ও উত্কণ্ঠায় রয়েছেন। এদের অনেকে এখনো হজ ক্যাম্পের বারান্দা ও আত্মীয়স্বজনদের বাসায় ফ্লাইটের অপেক্ষার প্রহর গুনছেন। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর পবিত্র হজ পালনের কথা রয়েছে। মক্কায় বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত ১৮২টি ফ্লাইটে মোট ৬৬ হাজার ১৯৮ জন হজ করতে  সৌদি আরবে পৌঁছেছেন। এ হিসেবে এখনো ৬১ হাজার জন সৌদি আরবে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ উদযাপিত হতে পারে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সৌদি সরকার ১৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ভিসা দেবে। চলতি বছর হজের শেষ ফ্লাইট ২৬ আগস্টের পরিবর্তে ২৮ আগস্ট যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে যাত্রী সংকটে বাতিল হওয়া দুটি ফ্লাইটের ৮৩৬ হজযাত্রী গতকাল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া ই-ভিসা জটিলতা ও  সৌদি আরবে মোয়াল্লেম ফি বৃদ্ধিতে সৃষ্ট জটিলতায় বাতিল হওয়া ফ্লাইটের কারণে অনিশ্চয়তায় থাকা ১২ হাজার হজযাত্রীর যাত্রা শুরু হওয়ায় গতকাল থেকে সীমিত আকারে জটিলতা কমতে শুরু করেছে। গত ২৪ জুলাই হজ ফ্লাইট শুরুর পর পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২৭টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এসব ফ্লাইটে প্রায় ১২ হাজার হজযাত্রী  সৌদি আরবে যাওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে হজযাত্রীদের জন্য বিমানের বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করা হলেও নির্ধারিত সময়ে সবাইকে সৌদি আরবে পৌঁছানো যাবে কি না এখনো সংশয় রয়ে গেছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সোমবার রাতে মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তা সরেজমিন দেখার ও মতামত নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। প্রসঙ্গত, সৌদি আরবে পৌঁছে গতকাল পর্যন্ত ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য : এদিকে গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল পর্যন্ত বাংলাদেশের জন্য এক লাখ ১৮ হাজার ৮২৪ জনের ই-হজ ভিসা ইস্যু করেছে সৌদি আরব সরকার। কাল ভিসা আবেদনের শেষ দিন। বাংলাদেশ থেকে চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করবেন।

সর্বশেষ খবর