বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায় আইনগতভাবে মোকাবিলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রায় আইনগতভাবে মোকাবিলা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এটা করা হবে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আদালতের রায়কে আইনগতভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, বিএনপির প্রধানসহ নেতা-কর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। যারা প্রতিনিয়ত আইন ভঙ্গ করেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এটা বিশ্বাস করা যায় না। আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার ব্যাপারে প্রধানমন্ত্রী বদ্ধপরিকর। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক কাসেম ভূইয়া, মো. সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

সর্বশেষ খবর