বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভুয়া জন্মদিনে সংলাপের পরিবেশ নষ্ট

নিজস্ব প্রতিবেদক


ভুয়া জন্মদিনে সংলাপের পরিবেশ নষ্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খালেদা জিয়া গণতন্ত্রের ধারা ব্যাহত করছেন। এই জন্মদিন পালন করে তিনি সংলাপের পরিবেশ নষ্ট করছেন। এই ভুয়া জন্মদিবস যতদিন তারা পালন করবে, ততদিন তাদের সঙ্গে আমাদের বসার কোনো সুযোগ নেই। তারা গণতন্ত্র চায় না, তারা সংলাপ চায় না। যদি চাইত, বঙ্গবন্ধুর হত্যা দিবসে তারা ভুয়া জন্মদিনে কেক কাটার মতো উৎসবে মেতে উঠত না। ওবায়দুল কাদের গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে, তারা তাতেও নিজেরাও জানে, এই দিনটি বেগম খালেদা জিয়ার জন্মদিন নয়। তিনি এর আগে ভিন্ন ভিন্ন দিবসে জন্মদিবস পালন করেছেন। তার সার্টিফিকেটে, স্কুলের পরীক্ষায়, বিয়ের রেজিস্ট্রেশনে, বিদেশ যাওয়ার পাসপোর্টে এই জন্ম তারিখ নেই। এখানে কর্মপরিবেশ কীভাবে সৃষ্টি হবে? গণতন্ত্রের যাত্রাপথে এটাও তো একটা বাধা। তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর তার গুলশানের বাসভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু খালেদা জিয়া দেখা করেননি। সেদিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বিদেশে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনতে তারা সচেষ্ট রয়েছেন। এই সরকারের মেয়াদে খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে জোর চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো আমেরিকা কানাডার সঙ্গে কথাবার্তা চলছে। আমরা আশা করছি, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের উদ্যোগ সফল হবে।

সর্বশেষ খবর