বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ন্যায়বিচার নস্যাতের অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ন্যায়বিচার নস্যাতের অপচেষ্টা

প্রধান বিচারপতি এস কে সিনহা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক ন্যায়বিচারকে কলঙ্কিত করার অপচেষ্টা বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, তারা ন্যায়বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করতে চায়। প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকে আমরাই শুধু  উদ্বিগ্ন নই, এ বৈঠক ন্যায়বিচারকে কলঙ্কিত করার অপচেষ্টা কিনা এ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে। গতকাল বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী উপরোক্ত মন্তব্য করেন। রিজভী বলেন, দলীয় এমপিদের দ্বারা নির্বাচিত হলেও নির্বাচনের পর রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটি একটা স্বতন্ত্র মর্যাদা লাভ করে এবং তিনি তখন রাষ্ট্রের অভিভাবকে পরিণত হন। পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক হতেই পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক কীভাবে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন? বিএনপির এই মুখপাত্র বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অলিম্পিক প্রতিযোগিতার ন্যায় দৌড়ঝাঁপ শুরু করেছেন। রায় পরিবর্তনের জন্য আওয়ামী লীগ যেভাবে উঠেপড়ে লেগেছে এটা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, রায়ে পরিবর্তন আনতে চাপ দেওয়া হচ্ছে বলে জনগণের মনে সংশয় সৃষ্টি হয়েছে। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগের নেতারা যেভাবে বিচারপতিদের হুমকি-ধমকি দিচ্ছেন, আবার বৈঠকও করছেন, এটাকে দেশবাসী স্বাভাবিক ঘটনা বলে মনে করেন না। তারা বিচার বিভাগকে বিতর্কিত করতে নিজেদের ঘুম হারাম করে ফেলেছেন। এটি শুভ লক্ষণ নয়। রিজভী আহমেদ বলেন, বন্যায় ভাসছে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল। ভারত থেকে নেমে আসা উজানের পানিতে ডুবে যাচ্ছে একের পর এক এলাকা। বানের পানিতে হাজার হাজার নারী, শিশু ও সাধারণ মানুষ ডুবে যাচ্ছে, লাখ লাখ মানুষ গৃহহারা, আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেই, খাবার নেই, আবার কোথাও কোথাও আশ্রয়ও ডুবে যাচ্ছে, অনেক মানুষের প্রাণহানি হচ্ছে অথচ আওয়ামী লীগের নেতারা বন্যাদুর্গতদের পাশে না দাঁড়িয়ে গণভবন-বঙ্গভবনে দৌড়ঝাঁপ করছেন। রিজভী আরও বলেন, গতকাল ত্রাণমন্ত্রী বলেছেন দেশে খাদ্যের কোনো অভাব নেই। অথচ সরকারের খাদ্যের গোডাউন শূন্য। বানভাসিরা না পাচ্ছে আশ্রয়, না পাচ্ছে ত্রাণ। চারদিকে খাদ্য ও আশ্রয়ের অভাবে বানভাসি মানুষ হাহাকার করছে। দেশের অধিকাংশ জেলা বন্যায় ডুবছে আর আওয়ামী নেতারা সুপ্রিম কোর্টের রায় নিয়ে অশ্রাব্য ধারাবর্ষণ করছেন। পানিবন্দী লাখ লাখ অসহায় মানুষের সঙ্গে যেন আওয়ামী লীগ উপহাস করছে।

 

সর্বশেষ খবর