বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি বিচারে চাই বিশেষ ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি বিচারে চাই বিশেষ ট্রাইব্যুনাল

মে. জে. (অব.) আবদুর রশীদ

১৭ আগস্ট সারা দেশে একযোগে জেএমবির সিরিজ বোমা হামলার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেছেন, জঙ্গিদের বিচার প্রক্রিয়ায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত। পাশাপাশি তদন্ত কাজে গতি আনতে পুলিশের আলাদা বিভাগ গঠন করা উচিত। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে ৬৩ জেলায় জঙ্গি সংগঠন জেএমবি এক যোগে বোমা বিস্ফোরণ ঘটায়। মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে জঙ্গিরা তাদের শক্তি আর ঔদ্ধত্যের জানান দিয়েছিল। এক যুগ পার হলেও এখনো বিচার কাজ সম্পন্ন হয়নি। এই হামলাগুলোর তদন্তে অনেক সময় চলে যায়। এরপর বিভিন্ন সাক্ষ্যগ্রহণ এবং বিশ্লেষণে বিচার কাজে তৈরি হয় দীর্ঘ সূত্রিতা। শুধু জঙ্গি নয়, নেপথ্য হোতাদের খুঁজে বের করার ব্যাপারে জোর দিয়ে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, জঙ্গিরা সামনে এসে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটায়। কিন্তু তাদের পেছন তথ্য এবং অর্থ দিয়ে সহায়তা করেন অনেকে। এই পর্দার পেছনের হোতাদের খুঁজে বের করতে কাজ করতে হবে। পুলিশকে তথ্যানুসন্ধানে জোর দিয়ে পৌঁছাতে হবে ষড়যন্ত্রের শিকড়ে। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়টি উল্লেখ করে মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, এই ধরনের বিচারে তদন্ত এবং সাক্ষী হাজির করতে অনেক সময় লেগে যায়। তাই আমার মনে হয়, এই মামলাগুলো তদন্ত করতে পুলিশের বিশেষ শাখা গঠন জরুরি। আর বিচার প্রক্রিয়া দ্রুত করতে প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়া ধীর গতি হলে আরও অনেকেই এই ধরনের অন্যায়ে উৎসাহিত হবে। তাই বিচার কাজ দ্রুত হলে দুষ্কৃতকারীদের জন্য এটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে।

সর্বশেষ খবর