বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা

দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিদিন ডেস্ক

দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মো. ইমতিয়াজ ইকরাম ও প্রচেতা দত্ত টুম্পা

বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দুই প্রশিক্ষক যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে জর্জিয়ার উইলকিংসন কাউন্টি এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিহত মো. ইমতিয়াজ ইকরাম ও প্রচেতা দত্ত টুম্পা মিরপুর সেনানিবাসে অবস্থিত এই প্রকৌশল শিক্ষা ইনস্টিটিউটের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রশিক্ষক ছিলেন। দুজনই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আবুল খায়ের তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমতিয়াজ ও প্রচেতা এমআইএসটির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে লেখাপড়া করেছেন। ইমতিয়াজ ২০১২-১৩ শিক্ষাবর্ষে সিজিপিএ ৩ দশমিক ৯৩ পেয়ে এবং প্রচেতা দত্ত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে সিজিপিএ ৩ দশমিক ৮০ পেয়ে গ্র্যাজুয়েশন লাভ করেন। তারা দুজনই নিজেদের ব্যাচে প্রথম স্থান লাভ করেন।

সর্বশেষ খবর