বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেয়র আনিসুল হক শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক

মেয়র আনিসুল হক শঙ্কামুক্ত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি এখন শঙ্কামুক্ত। তাকে আইসিইউ থেকে বেডে দেওয়া হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। লন্ডনে অবস্থানরত মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে তিনি লন্ডন যান। চলতি মাসের ১৪ তারিখে তার দেশে ফেরার কথা ছিল। এদিকে মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান গতকাল বলেন, মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন মেয়র আনিসুল হক। তার এই অসুখ দেশে ধরা না পড়লেও তিনি প্রায় দুই মাস মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা তাকে স্টেরয়েডসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে মেয়র দোয়া  চেয়েছেন বলেও জানান তিনি। মিজানুর রহমান বলেন, লন্ডনের একটি হাসপাতালে আগে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চার দিন আগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কথা বলতে নিষেধ করেছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত। শিগগিরই দেশে ফিরবেন।

সর্বশেষ খবর