বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উত্তরবঙ্গকে দুর্গত ঘোষণা করুন

নিজস্ব প্রতিবেদক

উত্তরবঙ্গকে দুর্গত ঘোষণা করুন

বন্যাকবলিত উত্তরবঙ্গকে দুর্গত এলাকা ঘোষণা করে সেখানে জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী ও বিমানবাহিনী নিয়োগ করে ক্ষতিগ্রস্ত মানুষকে বাঁচাতে হবে। গতকাল বিকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মুহাম্মদ আহসান রুবেলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, আল-আমীন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মুরাদ হোসেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ প্রমুখ। পীর চরমোনাই বলেন, সমগ্র উত্তরবঙ্গ আজ বন্যার পানিতে ভাসছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। অনেক মানুষ ইতিমধ্যেই মারা গেছে। বহু গবাদিপশু ভেসে যাচ্ছে। আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যাকবলিত উত্তরবঙ্গে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা দরকার। সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা বাড়ানো দরকার। তিনি বলেন, ভারত থেকে ধেয়ে আসা বন্যার পানিতে উত্তর, মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে মারাত্মক রূপ নিচ্ছে নদী ভাঙন। এ অবস্থায় রাজনৈতিক ঝগড়া-বিবাদ পরিহার করে সরকার ও বিরোধী দল সবাইকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে এবং বন্যা পরিস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ইসতেগফার ও তওবা করতে হবে।

সর্বশেষ খবর