বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উল্টো পথে গাড়ি চালালে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

উল্টো পথে গাড়ি চালালে ব্যবস্থা

পরিচয় যাই হোক, আইন অমান্য করে উল্টোপথে গাড়ি চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ন বন্ধে করণীয়’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, তথাকথিত প্রভাবশালীরা আইনকে তোয়াক্কা না করে উল্টোপথে গাড়ি চালান। উল্টোপথে গাড়ি চলাচলে বাধা দিলে পুলিশকেও নাজেহাল হতে হয়। এতে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তারপরও আমরা শক্ত অবস্থানে রয়েছি। আইন অমান্য করলে শাস্তি পেতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, কয়েক সপ্তাহ আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিডিয়াতে স্পষ্টভাবে বলেছেন, কোনো মন্ত্রী-এমপির গাড়িও উল্টাপথে চলতে পারবে না। যদি আইন অমান্য করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আছাদুজ্জামান মিয়া বলেন, এক বছর আগে ট্রাফিক আইন ভাঙার যে মহোৎসব ছিল, তা অনেকটাই টেনে ধরা সম্ভব হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার করা আইনত অপরাধ। গত এক বছরে ১০ হাজার হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এই অপরাধে মামলা করা হয়েছে কয়েক হাজার। এদিকে বিদেশ থেকে হাইড্রোলিক হর্ন আমদানি করে কেউ যাতে কেনা-বেচা করতে না পারে সে ব্যাপারে নজরদারি রাখা হচ্ছে। ডিএমপি কমিশনার বলেন, আমি বিনয়ের সঙ্গে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, পরিচয় যাই হোক, ট্রাফিক আইন ভায়োলেশন করলে, উল্টোপথে গেলে, সিগন্যাল ভায়োলেশন করলে, অবৈধ পার্কিং করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ডিএমপি কমিশনার দাবি করেন, উল্টাপথে গাড়ি চলা, মোটরসাইকেলে তিনজন যাত্রী ওঠা, হেলমেট ব্যবহার না করা, বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গ করা, হাইড্রোলিক হর্নের অননুমোদিত ব্যবহার ‘অনেকটা কমে এসেছে’। যানজটকে রাজধানীর প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে ডিএমপি কমিশনার বলেন, প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা কম, অন্যদিকে উন্নয়নমূলক কাজের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি। রিকশার আধিক্য, ইউটিলিটি কাজের জন্য রাস্তা কেটে ফেলাসহ বহু কারণে যানজট প্রকট আকার ধারণ করে। এর মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন হলে যানজট ভয়াবহ আকার ধারণ করে। নাগরিকদের মনোভাব নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ট্রাফিক সিগন্যাল কেউ মানতে চায় না। আইন মেনে সুশৃঙ্খলভাবে কেউ গাড়ি চালাতে চায় না। কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো হয়। ওয়ানওয়ে রোড মানে না, উল্টাপথে গাড়ি চালিয়ে যানজটকে ভয়াবহ আকারে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর