শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শাহবাগে হামলা ইমরান সরকারসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক

বন্যার্তদের সহায়তায় ত্রাণ সংগ্রহের জন্য শাহবাগে সমবেত গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। গতকাল সন্ধ্যায় চালানো এই হামলায় মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ব্যাপারে ইমরান এইচ সরকার বলেন, বানভাসি মানুষের জন্য ত্রাণ সংগ্রহের লক্ষ্যে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছিলাম। শেষের দিকে সন্ধ্যায় হঠাৎ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ১০-১২ জন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। হামলার সময় লাঠিসোঁটা, ইট, কাঠ, পাথর ব্যবহার করা হয়েছে। হামলাকারীরা বলছিল, ‘দেশে কীসের বন্যা? তোরাই বন্যার গল্প বানাইছিস।’ তিনি জানান, হামলায় বাকি আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে পুলিশ জানায়, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে গত ১৬ জুলাই ঢাকার আদালতপাড়ায় ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হয়েছিলেন ইমরান এইচ সরকার। হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদী মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’র অভিযোগে এক ছাত্রলীগ নেতার করা মানহানির মামলায় ওই দিন আদালতে আত্মসমর্পণ করেন ইমরান। জামিন নিয়ে ফেরার পথে আদালত প্রাঙ্গণে তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।

সর্বশেষ খবর