শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর

শেরপুর ও জামালপুর প্রতিনিধি


রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর

রাজনীতিতে জাতীয় পার্টি (জাপা) এখন ফ্যাক্টর বলে দাবি করেছেন  দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি গতকাল দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে এ কথা বলেন। এরশাদ বলেন, ‘রাজনীতিতে জাপা এখন ফ্যাক্টর। বিএনপি আমাদের ওপর অনেক নির্যাতন করেছে। কিন্তু তাদের এখন করুণ অবস্থা। তাদের রাজনীতি এখন ঢাকার মধ্যে। তাই আগামীতে জাপা ছাড়া নির্বাচন করার মতো আর কোনো দল নেই।’ জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, একান্ত সচিব মেজর খালেদ আকতার (অব.), জেলা জাপা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঠাণ্ডা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রউফসহ জেলার পাঁচ উপজেলা থেকে আগত বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিন জাতীয় পার্টি ৫০০ বানভাসির মধ্যে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ১ কেজি করে লবণ বিতরণ করে।

সিল মারার নির্বাচন চাই না : জাতীয় পার্টির এরশাদ বলেছেন, ‘এখন জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। নির্বাচন হলে আমরা ক্ষমতায় আসব না হয় আওয়ামী লীগ আসবে। অন্য কেউ নয়। তবে আমরা সিল মারার নির্বাচন করতে চাই না, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আগামী নির্বাচনে জয়ী হতে চাই।’ গতকাল দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এম এ সাত্তার, জেলা জাতীয় পার্টির সহসভাপতি হাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইকবাল এহসান প্রমুখ।

সর্বশেষ খবর