শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায়ের বিরুদ্ধে লড়াই ভালো লক্ষণ নয়

নিজস্ব প্রতিবেদক

রায়ের বিরুদ্ধে লড়াই ভালো লক্ষণ নয়

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে লড়াইয়ে অসাংবিধানিক সরকার আসার প্রেক্ষাপট তৈরি হতে পারে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়েজিত ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় : অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এক গোলটেবিল  আলোচনায় তিনি এ সংশয় প্রকাশ করেন। জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। এ ছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সরকার ও সংসদ দুই শক্তি জোট বেঁধে তৃতীয় শক্তি বিচার বিভাগের বিরুদ্ধে এভাবে লড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এ সুযোগে যদি কোনো অসাংবিধানিক সরকার গঠনের প্রচেষ্টা বেরিয়ে আসে তার জন্য কে দায়ী হবে? এটাই এখন চিন্তার বিষয়। কাজেই বিচার বিভাগ যা বলেছে তা মাথা পেতে মেনে নেওয়াই সরকারের জন্য ভালো হবে।’ তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার ব্যাপারে সবাই কথা বলতে পারেন। সর্বসম্মতভাবে এ রায় দেওয়া হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সুপ্রিম কোর্টকে অপমান করা যায় না।’ ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাই চূড়ান্ত আখ্যায়িত করে তাকে মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বি চৌধুরী বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে যেভাবে কথা হচ্ছে তা নিয়ে আমি অন্যরকম সংশয় করছি। সর্বোচ্চ আদালতের সঙ্গে এভাবে লড়াইয়ের মতো পরিস্থিতিতে জড়িয়ে পড়া অনভিপ্রেত। এতে ভবিষ্যতে কী হতে পারে তা সবাইকে ভাবতে হবে।’ মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিচারপতি এ বি এম খায়রুল হকের মতো কিছু লোকের “সুপরামর্শ” ছাড়া এ সরকার চলতে পারে না।’

সর্বশেষ খবর