শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বিএনপি চুপ থাকাই প্রমাণ করে জিয়ার শাসনামল অবৈধ

ওবায়দুল কাদের

নীলফামারী প্রতিনিধি

বিএনপি চুপ থাকাই প্রমাণ করে জিয়ার শাসনামল অবৈধ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা দখল নিয়ে আদালতের রায়ে বিএনপি কোনো মন্তব্য না করায় প্রমাণ হয়েছে যে, জিয়াউর রহমানের শাসনামল অবৈধ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর স্টেডিয়াম চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল  হক, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বন্যা শেষ হলেও পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন বলে মন্তব্য করেছেন। উত্তরাঞ্চলের নজিরবিহীন বন্যায় ঘর-বাড়ি, রাস্তাঘাট ও স্কুল কলেজ বিলীন হলেও হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে সফরে আসছেন। তিনি বলেন, কোনো মানুষ ত্রাণের অভাবে পড়বে না। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বানভাসিদের পাশে অবস্থান করছেন। ত্রাণ দিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন। ত্রাণ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন সেটি ভিত্তিহীন ও মিথ্যা। বিএনপির কোনো নেতা-নেত্রী হাওরাঞ্চল, উপকূল এমনকি উত্তরাঞ্চলেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি বরং ষোড়শ সংশোধনীর রায় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মন্ত্রী এমপি না থাকলেও বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এমনকি দলের মাঠপর্যায়ের নেতা ত্রাণ বিতরণ কার্যক্রমে তৎপর থাকবেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠানে ৩০০ জনের মাঝে দশ কেজি করে চাল এবং নগদ ৫০০ করে টাকা বিতরণ করেন ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার।

সর্বশেষ খবর