শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তারেককে দেশে ফেরানোর প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

তারেককে দেশে ফেরানোর প্রক্রিয়া

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়া একটি দেশে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। গতকাল সকালে রাজধানীর রমনা থানা আওয়ামী লীগ ও রমনা থানা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক বাচ্চু, মিরপুর থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ এ পর্যন্ত প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার প্রতিটি ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দোষী সবাইকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর